চাঁদে গড়ে উঠবে বসতি





একদিন চাঁদে যাবে মানুষ, গড়ে উঠবে বসতি-এমন স্বপ্ন দেখেন অনেকেইএবার স্বপ্ন এবার সত্যি হওয়ার পূর্বাভাস দিয়েছেন একদল গবেষক

গবেষকদের ভাষ্য, নভোচারী আর রোবটিক ব্যবস্থার সমন্বয়ে চাঁদের বুকে স্থাপনা তৈরি করে সেখানে মানব বসতি তৈরি করা যাবেমঙ্গল বা অন্য কোনো গ্রহে যেতে মানুষ চাঁদের এই গ্রামে বা কলোনিতে গিয়ে প্রাথমিক আশ্রয় নেবেতবে তার জন্য অপেক্ষা করতে হবে ২০৩০ সাল পর্যন্ত

সিলাইভ নেভিল নামের যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানান, চাঁদের সম্পদ নিয়ে অনেক আলোচনা হয়েছেএখন সেই সম্পদ বাস্তবে কাজে লাগানো যায় কিনা তা ভেবে দেখা দরকারএরপর সেই সম্পদকে ব্যবহার উপযোগী করতে হবে

চাঁদে বসতি গড়ে তোলার লক্ষ্যে ‘মুন ২০২০-২০৩০-আ নিউ এরা অব কোঅর্ডিনেটেড হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন’ নামের একটি সিম্পোজিয়াম আয়োজন করে নেদারল্যান্ডসে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)এতে বসতি গড়ে তোলার জন্য যে সব প্রযুক্তি লাগতে পারে তার উন্নয়ন নিয়ে কথা বলেন গবেষকরাখবর: আইএএনএস