গ্রামাঞ্চলে প্রযুক্তি শেখাতে ‘আইসিটি বাস’




গ্রামাঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের লক্ষে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছে সরকারআগামী মার্চে গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছেগ্রামের শিক্ষার্থীসহ যুবকদের বিশেষায়িত বাসের মধ্যে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ 

তারই অংশ হিসেবে কেনা হচ্ছে বিশেষায়িত ৬ টি বাসবাসগুলো সারাদেশে ঘুরে ঘুরে প্রান্তিক জনগণকে আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি প্রশিক্ষিত, দক্ষ জনবল সৃষ্টি করবে।  এই ধারাবাহিকতায় আইসিটি ডিভিশনে একটি বাস এসে পৌঁছেছেবাকি ৫ টি বাসও শিগগিরই এসে পৌঁছাবে।  তারপর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের যাত্রা শুরু হবে 

আইসিটি বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্ত্বাবধানে আইসিটি বিভাগ এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে

বৃহস্পতিবার গ্রামীণ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষে বাসগুলো চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের 

আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের ব্যবস্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম বাসটিতে ১৬টি চেয়ার-টেবিল ছাড়াও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।  আইচ্যার কোম্পানির বাকি বাসগুলোতে ২২টি করে চেয়ার-টেবিল সেট সংযুক্ত করা হবে বলে জানায় আসিটি বিভাগ 

আইসিটি বিভাগের দক্ষ প্রশিক্ষক দল এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় আইসিটি বিভাগ।  স্থানীয় পর্যায়ে নিজস্ব লোকবল দিয়ে ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় থাকবে মোবাইল ফোন অপারেটর রবি
www.ittefaq.com.bd/science-&-tech/2016/01/15/51329.html