স্মার্ট স্যুটকেস




স্মার্টফোন ও স্মার্ট টিভির পর প্রযুক্তিবিশ্ব দেখেছে স্মার্ট ঘড়ি ও স্মার্ট রিংএবার এই খাত মাতাতে আসছে স্মার্ট স্যুটকেসএই পণ্য বিদ্যমান ট্রাভেল ব্যাগ বা স্যুটকেসের মতো বহন করতে হবে নাএতে এমন প্রযুক্তি জুড়ে দেয়া হবে, যার ফলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে মালিককে অনুসরণ করবেখবর বিজনেস ইনসাইডার ও পিসি ওয়ার্ল্ড

লাস ভেগাসের প্রযুক্তিপণ্যের মহোৎসব সিইএস ২০১৬তে এই পণ্য উন্মোচন করা হয়

এনইউএ রোবটিকস নামের এক প্রতিষ্ঠান এই স্মার্ট স্যুটকেস তৈরি করছেপণ্যটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছেতবে নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আগামী এক বছরের মধ্যে পণ্যটি বাজারে পাওয়া যাবে

ডিভাইসটির ব্যাপারে এনইউএ রোবটিকসের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যালেক্স লিবম্যান জানান, যে কোনো পণ্যই হতে পারে স্মার্ট এবং রোবটিকদৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্মার্ট ও রোবটিক পণ্য আনার চিন্তা থেকে এই স্মার্ট স্যুটকেস তৈরির চেষ্টা

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই ডিভাইসে মালিককে অনুসরণ করার জন্য ক্যামেরা সেন্সর ও ব্লুটুথএই ব্লুটুথ স্মার্টফোনের ব্লুটুথের সাহায্য নিয়ে নির্দিষ্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হলে তা মালিকের অবস্থান বুঝে তাকে অনুসরণ করবে
http://www.ittefaq.com.bd/science-&-tech/2016/01/10/50652.html