অ্যান্ড্রয়েড–চালিত স্মার্ট টিভি





আগের দিনের ঝিরঝিরে বৃষ্টির ভয়েই হোক, কিংবা আবহাওয়াবিদের পূর্বাভাস শুনেই হোক, মেলায় আসা দর্শনার্থীরা একপ্রস্ত পোশাক বেশি চাপিয়ে এসেছেনঅবশ্য রাজধানীর আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে শীতের কোনো বালাই নেইরাজধানীর দুই বড় কম্পিউটার বাজারেই চলছে কম্পিউটার মেলাসেগুলোর সঙ্গে বাণিজ্য মেলার তফাত, এখানে কম্পিউটারপণ্যের চেয়ে গৃহস্থালিতে ব্যবহার্য ইলেকট্রনিকস পণ্য বেশি পাওয়া যাচ্ছেটিভি, ফ্রিজ, হোম থিয়েটার, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা যেমন আছে, অনুষঙ্গও কম নেইইলেকট্রনিকস পণ্যে মানুষের আগ্রহ যে কম নয়, তা স্টলগুলোতে মানুষের ভিড় দেখেই বোঝা যায়দলবেঁধে বন্ধুরা মেলা দেখতে এসে সেলফি তোলেনি এমন কোনো দল পাওয়া ভারপুরো মেলাজুড়েই এমন চিত্র দেখা গেছে
সুপারম্যান আকাশে উড়ছেবাজছে চুম্বকের সংগীতকেউ কেউ নিজেই তৈরি করছে পেরিস্কোপএকদল ছোট্ট ছেলেমেয়ে নিজে নিজে তৈরি করছে ম্যাজিক মোটরপাশেই সুইচ তৈরি করছে আরেকটি দলকেউ কেউ ঘুরতে ঘুরতে দিক ভুলে গিয়ে এসে ঠিক করে নিচ্ছেসুদূর আলফা ২৯ গ্রহ থেকে আসা রোবট রোবেকুবগল্প করছে ছোট্ট একটি মেয়ের সঙ্গেআর এমন সব ঘটনা হচ্ছে পৃথিবীতেই! বিজ্ঞানের নানা মজার খেলা নিয়ে অন্য রকম বিজ্ঞানবক্সনিয়ে হাজির হওয়া অন্যরকম ইলেকট্রনিকসের স্টলে দেখা গেল এমন কাণ্ডরোবেকুব নামের রোবটটি স্টলে বিভিন্ন বিষয় জানাচ্ছেএ স্টলে চুম্বকের ২৬টি এক্সপেরিমেন্ট নিয়ে বাক্স চুম্বকের চমক’, তড়িতের ২০টি এক্সপেরিমেন্ট বক্স তড়িৎ-তাণ্ডব এবং আলোর ২৫টি মজার খেলার বাক্স নিয়ে রয়েছে আলোর ঝলকপ্রতিটি এক্সপেরিমেন্ট বাক্সের সঙ্গে একটি ডেমো বই, একটি রোবেকুবের গল্পের বই ও একটি ভিডিও সিডিমেলা উপলক্ষেÿতিনটি বইয়ের প্যাকেজ একসঙ্গে কিনলে পাওয়া যাচ্ছে উপহার
থ্রিডি টিভি এখন মানুষের কাছে খুব পরিচিত নামসে তো আছেই, তবে ফোরকে আল্ট্রাএইচডি টিভিতে এখন মানুষের আগ্রহ বেশিএই টিভিগুলো চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেসনির স্টলে গিয়ে দেখা মেলে সবচেয়ে পাতলা ফোরকে টেলিভিশনেরসঙ্গে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে পিএস ফোর গেমিং কনসোলবিক্রয় কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ফোরকে, থ্রিডি এবং অ্যান্ড্রয়েড, এবারের টিভিগুলোতে মানুষ এগুলোই খুঁজছে বেশি
মেলা উপলক্ষে দ্রুতগতির চতুর্থ প্রজন্মের সুবিধার পাঁচটি নতুন মডেলের স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটনস্মার্টফোনে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তারা, তবে অনলাইনে অর্ডার করলে ২ শতাংশ বেশি ছাড় পাওয়া যাচ্ছেবেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল হাসনাতের সঙ্গে কথা হয়মূলত ছাড়ে স্মার্টফোন কিনতেই তিনি মেলায় এসেছেন বলে জানানপরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ-চালিত নিত্যব্যবহার্য ইলেকট্রিকস পণ্য বিক্রি করছে রহিমআফরোজ সোলারহয় ইন্টারনেটে যুক্ত করা যায় কিংবা স্মার্টফোন অ্যাপলিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, এমন ইলেকট্রনিকস পণ্য দেখানো হয় দেশের বাইরের মেলায়তবে ঢাকার এই মেলায় এমন কিছু চোখে পড়েনিএবার ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর১ জানুয়ারি শুরু হওয়া মেলা চলবে মাসব্যাপী
 সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=prothom-alo.com