মানুষের মতোই 'শিখতে পারা' মেশিন




বিজ্ঞানীরা এমন একটি মেশিন উদ্ভাবন করেছেন যেটা মানুষের মস্তিষ্কের মতোই নতুন তথ্য শিখতে পারেবৃহস্পতিবার গবেষকরা একথা জানিয়েছেনএকটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় একে একটি কম্পিউটার মডেল হিসেবে বর্ণনা করা হয়েছেএতে বলা হয়, এর মাধ্যমে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিবৃত্তি সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে গেলপ্রতিবেদনটিতে বলা হয়, ‘এই কম্পিউটার মডেলটি মানুষের মতো একটি উদাহরণ থেকে নতুন নতুন ধারণা শিখতে সক্ষমএতে আরো বলা হয়েছে, ‘যদিও প্রাথমিক পর্যায়ে মডেলটি এখন শুধুমাত্র অক্ষর থেকে লিখা শিখতে পারেতবে ভবিষ্যতে এটা নাচ, সংকেত, অঙ্গভঙ্গি, কথা বলা ও ইঙ্গিত ভাষার মতো চিহ্নভিত্তিক জিনিসও শিখতে পারবেম্যাসাচুসেটস ইন্সটিটিউ ফর টেকনোলোজি (এমআইটি)র প্রফেসর জশুয়া তেনেনবাউয়াম জানান, তিনি এমন একটি মেশিন তৈরি করতে চান যেটা বালক-বালিকাদের মানসিক সামর্থ্যকে অনুকরণ করতে সক্ষমএ পদ্ধতিকে বলা হয়, বেসিয়ান প্রোগ্রাম লার্নিং (বিপিএল)